
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া স্টেশন, স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় সেখান থেকেই উদ্ধার হল কয়েকলক্ষ টাকার সোনা, রুপা ও নগদ টাকা। সূত্রের খবর ৭৭০ গ্রাম ওজনের সোনার গয়না, রুপোর বিভিন্ন সামগ্রী-সহ নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার হয় স্টেশন থেকে।বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১০ নম্বর প্যাটফর্মে প্রবেশ করার পরই ট্রেনের তল্লাশি শুরু করে। এই তল্লাশিতে বিহারের ভাগলপুরের হরিশ কুমার বর্মার উপস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করে। তাতেই বেরিয়ে আসে সত্যি।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং, চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন ৭৬৯.৯ গ্রাম। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়া তিনটি রুপার মূর্তিও উদ্ধার হয়, যার ওজন ৩৮৫ গ্রাম। এছাড়াও নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার হয়।
লাগাতার জিজ্ঞাসাবাদে রশিদ ছাড়া আর কোনও প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ সূত্রে খবর। এরপর ধৃত ও উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে তুলে দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানান হয়েছে। ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন আরপিএফ আধিকারিকরা। তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক